![কুষ্টিয়া-দৌলতপুর সড়কে ট্রলির ধাক্কায় নৈশ প্রহরী নিহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/31/track-acc@abnews_117871.jpg)
দৌলতপুর (কুষ্টিয়া) , ৩১ ডিসেম্বর, এবিনিউজ : কুষ্টিয়া-দৌলতপুর সড়কের আল্লারদর্গা নাসিরনগরের নিকট মাটি বোঝাই ট্রলির ধাক্কায় নাসির টোব্যাকোর এক নৈশ প্রহরী কলিমুদ্দিন (৬৫) নিহত হয়েছে। রবিবার সকাল ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে ।
নিহত নৈশ প্রহরী কলিমুদ্দিন (৬৫) ভেড়ামারা উপজেলার কাজীহাটা গ্রামের বাসিন্দা। এবং তিনি অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য।
দৌলতপুর থানার ওসি শাহ দারা খান জানান, নাসির টোব্যাকোর নৈশ প্রহরী কলিমুদ্দিন রাতের ডিউটি শেষে সকালে বাড়ি ফিরছিল। এসময় একটি মাটিভর্তি ট্রলি তাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে সে মারা যায়।
এবিএন/ জহুরুল হক/জসিম/নির্ঝর