![পিরোজপুর প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/31/election_abnews_117875.jpg)
পিরোজপুর, ৩১ ডিসেম্বর, এবিনিউজ : গতকাল শনিবার পিরোজপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকাল ১০টায় প্রেসক্লাব চত্বরে সংগঠনের সভাপতি শফিউল হক মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু বার্ষিক প্রতিবেদন উপস্থাপন কররেন। পরে দুপুর ২টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহন কার হয়।
এতে শফিউল হক মিঠু সভাপতি (জনকণ্ঠ) এবং ফসিউল ইসলাম বাচ্চু (চ্যানেল আই) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
১৭ সদস্য বিশিষ্ট র্কানির্বাহী কমিটির নির্বচিত অন্যান্যরা হলেন- সহ-সভাপতি পদে খালিদ আবু (আমাদের সময়), শিরিনা আফরোজ (কালেরকণ্ঠ), সহ-সাধারণ সম্পাদক হাসান মামুন (আলোকিত বাংলাদেশ), কোষাধ্যক্ষ হাসিবুল ইসলাম হাসান (বৈশাখী টিভি), সাহিত্য সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে অভিজিৎ মন্ডল (চ্যানেল’৭১), তথ্য ও প্রযুক্তি সম্পাদক তামিম সরদার (চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট), দপ্তর ও পরিসম্পদ সম্পাদক খেলাফত হোসেন খসরু (পিরোজপুরের কথা) নির্বাচিত হয়েছেন।
এছাড়া নির্বহী সদস্যরা হলেন জহিরুলহকটিটু (যায়যায়দিন), এমএ রব্বানী ফিরোজ (দৈনিক খবর), ওয়াহিদ হাসান বাবু (সাপ্তাহিক পিরোজপুরের খবর), গৌতম চৌধুরী (বাসস), এসএম পারভেজ (যুগান্তর/বিটিভি), মোঃ মুনিরুজ্জামান নাসিম আলী (ইত্তেফাক), মাহমুদ হোসেন (বাংলাদেশ বেতার), একে আজাদ (দৈনিক সংবাদ)।
নির্বাচন পরিচালনা করেন- সহকারী কমিশনার ও ম্যাজিষ্ট্রেট খান মাসুম বিল্লাহ্।
এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/এমসি