শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

চকরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় পথচারী নিহত

চকরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় পথচারী নিহত

চকরিয়া, ৩১ ডিসেম্বর, এবিনিউজ : নামাজ পড়ে বাড়ি ফেরার পথে যাত্রীবাহি শ্যামলী পরিবহণের ধাক্কায় নুরুল ইসলাম (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন কক্সবাজারের চকরিয়ায়।

আজ রবিবার সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া এলাকার মৃত মোজাহের আহমদের ছেলে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি এসআই রুহুল আমিন বলেন, আজ রবিবার সকাল সাড়ে ৬টার দিকে নুরুল ইসলাম মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন। এমন সময় ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী শ্যামলী পরিবহনের একটি বাস পথচারী নুরুল ইসলামকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলে মারা যায়।

পরে ঘাতক বাসটি পালানোর চেষ্টা করলে ঈদগাঁও এলাকা থেকে গাড়িটি জব্দ করা হয়। তবে বাসের চালক হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

এবিএন/মুকুল কান্তি দাশ/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত