![ডোমারে পিএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৪৪১জন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/31/abnews-24.bbbbbbbbbbbbbbbb_117923.jpg)
নীলফামারী, ৩১ ডিসেম্বর, এবিনিউজ : নীলফামারীর ডোমারে প্রাথমিক সমাপনী পরীক্ষায় ৪৪১ জন শিক্ষার্থী জিপিএ-৫ সহ ৫ হাজার ৮৭২ জন শিক্ষার্থী পাশ করেছে । এর মধ্যে এবতেদায়ী থেকে একজন জিপিএ-৫ সহ পাশ করেছে ২৬৭ জন।
চলতি সমাপনী পরীক্ষায় ৬ হাজার ২৫৯ জন শিক্ষার্থী সকল বিষয়ে পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৫ হাজার ৮৬৬ জন। এর মধ্যে ১৯৩ জন বালক ও ২৪৮ জন বালিকা জিপিএ-৫ পেয়েছে। ১৫৪টি প্রথমিক বিদ্যালয় ও ২৭টি মাদ্রাসার শিক্ষার্থীরা চলতি সমাপনী পরীক্ষায় অংশ নেয়। মোট ৬ হাজার ৫৯৭ জন শিক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়ায় কথা থাকলেও ৩৩২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ রকিবুল হাসান জানান এবার অনেকগুলো প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী পাশ করেছে।
তবে বালকের চাইতে বালিকারা ভাল ফলাফল করেছে বলেও তিনি জানিয়েছেন। উপজেলা শিক্ষা অফিসার আমির হোসেন বলেন, উপজেলায় প্রাথমিক সমাপনীতে ৯১.৮৯% বালক ও ৯৫.৩৬% বালিকা এবং এবতেদায়ীতে ৯৫.৯১% বালক ও ৯৪.৫০% বালিকা পাশ করেছে। এবতেদায়ীতে ১৩ জন ও সমাপনীতে ৩৭৪ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে বলেও তিনি জানান।
এবিএন/আব্দুল্লাহ আল মামুন/জসিম/তোহা