![হোসেনপুরে উপজেলা উন্নয়ন মেলা উপলক্ষে প্রস্তুতি সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/31/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_117947.jpg)
হোসেনপুর (কিশোরগঞ্জ), ৩১ ডিসেম্বর, এবিনিউজ : হোসেনপুরে উপজেলা উন্নয়ন মেলা-২০১৮ আয়োজন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ উপজেলা পরিষদ হল রুমে সভার আয়োজন করে হোসেনপুর উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপজেলা চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মবিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ সালাম, অধ্যক্ষ মোসলেহ উদ্দিন খান, পৌর আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান মোবাজে, হোসেনপুর প্রেসক্লাব সভাপতি প্রদীপ কুমার সরকার, উপজেলা কৃষি অফিসার মো. ইমরুল কায়েস বক্তব্য রাখেন।
এবিএন/খায়রুল ইসলাম/জসিম/তোহা