শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

তিতাসে দু’পক্ষের সংঘর্ষে আহত ৬

তিতাসে দু’পক্ষের সংঘর্ষে আহত ৬

তিতাস (কুমিল্লা), ৩১ ডিসেম্বর, এবিনিউজ : কুমিল্লার তিতাস উপজেলায় জমির দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৬জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ রবিবার ভোর ৬টায় উপজেলার আসমানিয়া বাজারে। আহতদেরকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

স্থানীয় সুত্রে জানা যায় আসমানিয়া বাজার সংলগ্ন ব্রিজের পূর্ব পাশের ৬ শতক ভূমি ক্রয় সুত্রে মালিক হয়ে ইব্রাহীমগং জমিটি বালু দিয়ে ভরাট করে গতকাল ভোরে ঘর উঠাতে গেলে প্রতিপক্ষের কাদির ডাক্তারের ছেলে আব্দুর রহিমগং মালিকানা দাবী করে বাদা দিলে উভয়ে সংঘর্ষে জরিয়ে পরে। এসময় উভয় পক্ষের ৬জন আহত হয়। আহতরা হলো মো. ইব্রাহীম(২৫),কাদির ডাক্তার(৯০), মো. সেলিম(৩৯),রুবেল(৩২),মিনা আক্তার (৪৫)ওআব্দুর রহিম(৫০)। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এবিএন/কবির হোসেন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত