![কিশোরগঞ্জে পরিবার পরিকল্পনা বিভাগের মডেল ক্যাম্প](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/31/capture_117996.jpg)
কিশোরগঞ্জ, ৩১ ডিসেম্বর, এবিনিউজ : "পরিকল্পিত পরিবার গড়ি, মাতৃমৃত্যু রোধ করি" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে সমগ্র বাংলাদেশে একযোগে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় কিশোরগঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে মারিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এক মডেল ক্যাম্প এর আয়োজন করা হয়।
মডেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য দিলারা বেগম। কিশোরগঞ্জ জেলার পরিবার পরিকল্পনা বিভাগের উপ- পরিচালক আবু তাহা মো: এনামুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপ-সচিব তরফদার মোঃ আক্তার জামীল, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মুজিবুর রহমান, সহকারী পরিচালক (সিসি) ডাঃ রওশন আক্তার জাহান, এমওসিসি ডাঃ হালিমা আখতার, নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ, ইউপি চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান হলুদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপস্থাপন এবং সঞ্চালনায় ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান (বিসিএস)।
বিশেষ এই মডেল ক্যাম্পে ৭১জন সেবাগ্রহীতাকে তিন বছর মেয়াদী ইমপ্লানন, ১৫ জনকে দশ বছর মেয়াদী আইইউডি, ৯জনকে তিন মাস মেয়াদী ইনজেকটেবলস, গর্ভবতী সেবা ৫১ জন, শিশু সেবা৫০ জন, কিশোর কিশোরী সেবা ৪২ জন ও ১০০ জন সাধারন রোগীকে সেবা প্রদান করা হয়।
এবিএন/রাজীব সরকার পলাশ/জসিম/রাজ্জাক