![শিবপুর উপজেলা স্বাস্থ্য সহকারীদের চারদফা দাবিতে কর্ম বিরতি](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/01/shibpur-work-brack_118054.jpg)
শিবপুর (নরসিংদী) , ০১ জানুয়ারি, এবিনিউজ : নরসিংদীর শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রের বাহিরে আজ সকাল সাড়ে ৯টা বাংলাদেশ হেল্থ এসিস্ট্যান্ট এনোসিয়েশন উপজেলা শাখার আয়োজনে সারাদেশের ন্যায় পৌরসভা ও উপজেলার ৩৪জন স্বাস্থ্য সহকারীরা নিজ নিজ কর্মস্থলে না গিয়ে চারদফা দাবিতে কর্মবিরতি পালন করছেন।
দাবিগুলো হলো বেতন স্কেলসহ টেকনিক্যাল পদ মর্যাদা, মূল বেতনের ৩০ শতাংশ মাঠ-ভ্রমন ভাতা, ঝুকি ভাতা, প্রতি ৬ হাজার জনসংখ্যার বিপরীতে একজন স্বাস্থ্য সহকারী নিয়োগ প্রদানের নিশ্চয়তা ও ১০ শতাংশ পোষ্য কোটা প্রবর্তন করা।
বাংলাদেশ হেল্থ এসিস্ট্যান্ট এনোসিয়েশন উপজেলা শাখার স্বাস্থ্য সহকারী বৃন্দরা জানান, আমাদের চারদফা দাবি আদায় হওয়া না পর্যন্ত কর্ম বিরতি চলবে।
এবিএন/আনোয়ার হোসেন স্বপন/জসিম/নির্ঝর