শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • বছরের প্রথম দিনে ডোমারে নতুন বই পেল শিক্ষার্থীরা

বছরের প্রথম দিনে ডোমারে নতুন বই পেল শিক্ষার্থীরা

বছরের প্রথম দিনে ডোমারে নতুন বই পেল শিক্ষার্থীরা

নীলফামারী, ০১ জানুয়ারি, এবিনিউজ : উৎসব মুখর পরিবেশে সারা দেশের মতো নীলফামারীর ডোমারে বছরের প্রথম দিনে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের বাধভাঙ্গা উল্লাস ছিল দেখার মত। উপজেলার প্রায় ১০০টি মাধ্যমিক বিদ্যালয়ে ৫ লক্ষ ১ হাজার ৬৪০টি ও প্রাথমিক বিদ্যালয়ে ২ লক্ষ ২৮ হাজার ৭৯৫টি বই বিতরন করা হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার সকাল ১০টায় ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় চত্ত্বরে, সকাল ১১টায় ডোমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং বেলা ৩টায় পাঙ্গা মহেশলালা উচ্চ বিদ্যালয় চত্ত্বরে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার,উপজেলা নির্বাহী অফিসার উম্মে ফাতিমা ও উপজেলা মাধ্যমিক অফিসার সাকেরিনা বেগম। প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম।

সকালে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সভাপতি আখতারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে ফাতিমা। বিকালে মহেশলালা উচ্চ বিদ্যালয়ে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার উপস্থিত থেকে বই বিতরন করেন। এ সময় উপজেলা মাধ্যমিক অফিসার সাকেরিনা বেগম উপস্থিত ছিলেন।অপরদিকে দুপুরে ডোমার শহীদস্মৃতি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরনর উদ্বোধন করেন।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, আসাদুজ্জামান চয়ন,সম্পাদক তোফায়েল আহম্মেদ,ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোকছেদ আলী ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমির হোসেন উপস্থিত ছিলেন।

এবার নীলফামারীর ডোমার উপজেলায় ১৫৪ টি প্রাথমিক,২৯টি কিন্ডার গার্টেন,২৪টি বে-সরকারী ও ১৩৮টি এনজিও বিদ্যালয়ে বই বিতরন করা হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অফিসার আমির হোসেন। অপরদিকে উপজেলার প্রায় ১০০টি মাধ্যমিক ও সমমান বিদ্যালয়ে ৫ লক্ষ ১হাজার ৬৪০টি বই বিতরন করা হয়েছে বলে জানিয়েছেন মাধ্যমিক অফিসার সাকেরিনা বেগম।

এবিএন/আব্দুল্লাহ আল মামুন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত