![ভোলায় ২য় দিনের মতো চলছে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/02/strike_abnews_118216.jpg)
ভোলা, ০২ জানুয়ারি, এবিনিউজ : টেকনিক্যাল পদমর্যাদা সহ চার দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশের ন্যায় ভোলার ৭টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেসে কর্মবিরতি পালন করেছেন তিন শতাধিক স্বাস্থ্য সহকারীরা। এতে টিকাদান কার্যক্রমসহ অচলাবস্থার সৃষ্টি হয়েছে স্বাস্থ্যসেবায়।
এ সময় অবস্থান কর্মসূচি ও সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন তারা। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের আহবানে মঙ্গলবার ২য় দিনের মতো এ কর্মসূচি পালন করা হয়।
দাবিগুলো হলো- বেতন স্কেলসহ টেকনিক্যাল পদমর্যাদা মূল বেতনের ৩০ শতাংশ মাঠভ্রমণ ও ঝুঁকি ভাতা প্রতি ছয় হাজার জনসংখ্যার বিপরীতে একজন স্বাস্থ্য সহকারী নিয়োগ ও ১০ শতাংশ পোষ্য কোটা প্রবর্তন করা।
এ সময় বক্তব্য রাখেন-মারজান বেগম,ফারহানা তাসলিম, আবুল কালাম, সবুজ চন্দ্র দেবনাথ, মো: সোহাগ, মো: কালিমুল্লা, মো: বশির উদ্দিন, মো: কামরুল আলম, মো: হোসেন, আরাফুতুর রহমান রাহাত, মো: ইউসুফ, আবু বকর সিদ্দিক, মো: নুর হোসেন, আলী আজগর, মো: সুমন প্রমুখ।
এবিএন/আদিল হোসেন তপু/জসিম/এমসি