![শিবপুরে ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/02/fulbaria-cricket_118220.jpg)
শিবপুর (নরসিংদী) , ০২ জানুয়ারি, এবিনিউজ : নরসিংদীর শিবপুর উপজেলা বড়ই তলা সবুজ মাঠে তরুনদের সংগঠন জোনাকী যুব সংঘের আয়োজনে ইংরেজী নবর্বষ উপলক্ষে কামার গাঁও একাদশ বনাম কারাচর একাদশের মধ্যে ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় সভাপতিত্ব করেন অত্র সংগঠনের সভাপতি মো: রিন্টু মিয়া।
এতে খেলার উদ্বোধন করেন পুটিয়া ইউপি সদস্য মো: রোমান পাঠান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি আলহাজ্ব নূরুদ্দিন মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, ইত্তেফাকের জেলা প্রতিনিধি নিবারণ রায়, শিবপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি, ইত্তেফাকের শিবপুর সংবাদদাতা আনোয়ার হোসেন স্বপন, জোনাকী যুব সংঘের সাধারন সম্পাদক হাবিবুর রহমান রিয়াদ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মো: কামাল হোসেন। খেলায় কামার গাঁও একাদশ ১০ ওভারে ১২৫ রান ৬ উইকেটে জয়লাভ করে। খেলায় অত্র ক্লাবের সদস্যসহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এবিএন/আনোয়ার হোসেন স্বপন/জসিম/নির্ঝর