জলঢাকা, ০২ জানুয়ারি, এবিনিউজ : "শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ" এ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় বই উৎসব পালনের উদ্বোধন করেন- নীলফামারী- ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা।
গতকাল সোমবার জলঢাকা মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন এমপি।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহঃ রাশেদুল হক প্রধান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান ও বালিকা উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক একেএম ওয়ারেছ আলী প্রমূখ।
পরে ভালো ফলাফলের জন্য শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এবিএন/হাসানুজ্জামান সিদ্দিকী হাসান/জসিম/এমসি