![কয়রায় জাতীয় সমাজসেবা দিবস পালন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/02/khulna-g1@abnews_118238.jpg)
কয়রা(খুলনা) , ০২ জানুয়ারি, এবিনিউজ : নারী পুরুষ নির্বিশেষ, সমাজসেবায় গড়ব দেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের আয়োজনে গত ২ জানুয়ারি সকাল ১০টায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন্ উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আ খ ম তমিজ উদ্দিন। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা অফিসার অনাথ কুমার বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার এসএম মিজান মাহমুদ, মৎস্য অফিসার মো. আলাউদ্দিন, নির্বাচন অফিসার ওয়াহিদ মুরাদ, সমাজসেবা অফিসের গোপাল চন্দ্র, আব্দুল গফুর, দেবপ্রসাদ মন্ডল, কামরুজ্জামান প্রমুখ। এছাড়া উপজেলার বিভিন্ন এতিমখানার এতিমরা র্যালী ও আলোচনায় অংশগ্রন করেন।
এবিএন/জসিম/নির্ঝর