![বাউফলে ৬ দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান উদ্বোধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/02/bauphal-cultural_118239.jpg)
বাউফল (পটুয়াখালী) , ০২ জানুয়ারি, এবিনিউজ : পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদের আয়োজনে “খুঁজছে তোমার-নন্দিত বাউফল” শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ শ্লোগান সামনে রেখে মাধ্যমিক স্কুল ও মাদরাসা পর্যায় ৬ দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন,পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মো. মাছুমুর রহমান।
আজ সকালে উপজেলা পরিষদ চত্বর মুক্তিযোদ্ধা মঞ্চে উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ মইনুল হাসান জেলা পুলিশ সুপার,মো. জাহাঙ্গীর হোসাইন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহামুদ জামান, ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান ,মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম,ওসি মনিরুল ইসলাম।
এবিএন/মো. দেলোয়ার হোসেন/জসিম/নির্ঝর