শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

চকরিয়ায় নানা আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত

চকরিয়ায় নানা আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত

চকরিয়া, ০২ জানুয়ারি, এবিনিউজ : “নারী পুরুষ নির্বিশেষ, সমাজ সেবায় গড়বো দেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য অনুষ্টান মালার মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় সমাজসেবা দিবস উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বর থেকে এক র‌্যালী বের করা হয়। র‌্যালীটি চকরিয়া পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তন ‘মোহনায়’ গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) খোন্দকার মো.ইখতিয়ার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যার আলহাজ্ব জাফর আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চকরিয়া এনজিও সম্বনয়ক মো.নোমান, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ সরকারী দপ্তরের কর্মকর্তারা।

এবিএন/ মুকুল কান্তি দাশ/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত