![নাট্যকার মুক্তিযোদ্ধা মহিউদ্দিন কাঞ্জন আর নেই](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/02/dead_abnews_118243.jpg)
কটিয়াদী (কিশোরগঞ্জ), ০২ জানুয়ারি, এবিনিউজ : কটিয়াদী উপজেলার বীর মুক্তিযোদ্ধা, নাট্যকার ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মহিউদ্দিন কাঞ্চন (৬৫) আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে ইন্তেকাল করেন।( ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)।
মরহুমের প্রথম জানাযার নামাজ আজ মঙ্গলবার সকাল ১০টায় রাষ্ট্রীয় মর্যাদায় কটিয়াদী কলা মহল জামে মসজিদ প্রাঙ্গনে এবং উপজেলার মসূয়া ইউনিয়নের মরহুমের নিজ গ্রাম চরআলগী ইসামুদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১১টা ৩০ মিনিটে ২য় জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম. আফজল ও কটিয়াদী উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব আইন উদ্দিন মরহুমের মৃত্যুতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এবিএন/পলাশ/জসিম/এমসি