![কলাপাড়ায় সমাজসেবা দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/02/rally_abnews_118245.jpg)
কলাপাড়া (পটুয়াখালী), ০২ জানুয়ারি, এবিনিউজ : “নারী পুরুষ নির্বিশেষ, সমাজ সেবায় গড়বো দেশ” এই প্রতিপাদ্য নিয়ে আজ মঙ্গলবার সকাল ৯টায় উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে সমাজসেবা দিবস ২০১৮ পালিত হয়েছে।
সকাল ৯.১০ মিনিটে একটি র্যালী বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাজ সেবা কর্মকর্তা মোন্তাছির বিল্লাহ’র সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান আ: মোতালেব তালুকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তানভীর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: গোলাম মস্তফা।
মিষ্টি বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
এবিএন/তুষার হালদার/জসিম/এমসি