![কটিয়াদীতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/02/katiadi-work-brack_118252.jpg)
কটিয়াদী ( কিশোরগঞ্জ), ০২ জানুয়ারি, এবিনিউজ : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য সহকারীগন দ্বিতীয় দিনেও কর্ম বিরতি পালন করেন। আজ মঙ্গলবার (২/০১/১৮ইং) সকাল ৮:০০টা থেকে ২: ৩০ পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে এই কর্মসূচী পালন করে।
এসময় ৪৪ জন স্বাস্থ্য সহকারিদের উপস্থিতিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন স্বাস্থ্য বিভাগীয় কটিয়াদী উপজেলা পরিদর্শক সমিতির সভাপতি শরদিন্দু ভট্টাচার্য। এছাড়া স্বাস্থ্য সহকারি কমিটির কটিয়াদী উপজেলার আহ্বায়ক রুপক রায়, স্বাস্থ্য সহকারিদের পক্ষ থেকে শফিকুল ইসলাম বক্তব্য রাখেন।
আহ্বায়ক রুপক রায় বলেন, আমাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যহত থাকবে।
এবিএন/পলাশ/জসিম/নির্ঝর