![আড়াইহাজারে দুই স্কুল শিক্ষকের বাড়িতে ডাকাতি](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/02/araihazar-map_118254.jpg)
আড়াইহাজার, ০২ জানুয়ারি, এবিনিউজ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে একই সাথে দুই স্কুল শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতের দল ঘরের তালা কেটে স্বর্ণালঙ্কার ও নগদসহ প্রায় ২ লাখ টাকার মাল লুটে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছ।
আজ মঙ্গলবার সকাল ১০টায় আড়াইহাজার পৌরসভাধীণ নিউ টাউন নামে একটি হাউজিং এলাকায় এই ঘটনা ঘটেছে।
ক্ষতিগ্রস্তরা হলেন- আড়াইহাজার গার্স স্কুল এন্ড কলেজের শিক্ষক মাহতাবউদ্দিন ও শালমদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক পারুল।
খবর পেয়ে আড়াইহাজার থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কাউকে গ্রেফতার করতে পারেনি।
শিক্ষক মাহতাব উদ্দিন জানান, তিনি নিউ টাউন হাউজিংয়ে আবুল হোসেনের বিল্ডিংয়ের তৃতীয় তলায় ভাড়া থাকেন। সকাল ১০টায় যথা রীতি তিনি ঘরে তালা দিয়ে তার কর্মস্থলে চলে যান। দুপুরে বাসায় ফিরে দেখতে পান ঘরের তালা কাটা। ঘরে ঢুকে আসবাবপত্র তছনছ অবস্থায় দেখতে পেয়ে তিনি ডাকাতির বিষয়টি বুঝতে পারেন। পরে তিনি নিজেই পুলিশকে খবর দেন।
আড়াইহাজার থানার এস.আই আরিফুল হক জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ডাকাতি হওয়া মালামাল উদ্ধারে অভিযান চলছে।
এবিএন/হাকিম ভূঁইয়া/জসিম/এমসি