শিবপুর (নরসিংদী), ০২ জানুয়ারি, এবিনিউজ : নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদ মাঠে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অফিসের আয়োজনে আজ মঙ্গলবার সকাল ১১টায় এক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার শীলু রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুর রহমান, উপজেলা কৃষি অফিসার নাজমুল কবির।
আরও উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূঁইয়া রাখিল, ফিল্ড সুপার ভাইজার শিরিন সুলতানাসহ ইউনিয়ন সমাজকর্মী, টিআই, অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এবিএন/আনোয়ার হোসেন স্বপন/জসিম/এমসি