
সাভার, ০২ জানুয়ারি, এবিনিউজ : সাভারের আশুলিয়ার নবীনগর থেকে ছিনতাই চক্রের সাত নারী সদস্যকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে নবীনগর বাসস্ট্যান্ডে গাড়ির ভিতর এক নারীর গলার চেইন ছিনতাইয়ের সময় হাতে নাতে তাদের আটক করা হয়।
আটক ছিনতাইকারীরা হলো, ফুলচান বেগম, জুলেহা বেগম, হানু বেগম, তাসলিমা বেগম, আজুফা, শারমিন ও শামসুন্নাহার। তাদের বাড়ি ব্রাক্ষণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকায়।
ভুক্তভোগী মনিকা বেগম জানায়, সকালে দুই বছরের সন্তানকে নিয়ে লোকাল বাসে করে নবীনগর থেকে গাজীপুরের উদ্দেশে রওনা হই। বাসে সিট না পেয়ে দাঁড়িয়ে ছিলাম। কিছুক্ষণ পর ভীড়ের মধ্যে হঠাৎ করে সাত আটজন নারী আমার চারপাশ ঘেষে দাঁড়ান। এক পর্যায়ে তারা আমার ও আমার মেয়ে গলার সোনার চেইন ছিনিয়ে নেন। বিষয়টি টি বুজতে পেরে অামি চিৎকার করি ও পরে লোকজন এসে ঘটনাটি আশুলিয়া থানায় জানালে সন্দেহভাজন সাত নারীকে আটক করে পুলিশ।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) লোকমান হোসেন জানায়, ছিনতাইয়ের খবর পেয়ে হাতে নাতে সাতজনকে আটক করা হয়েছে। এই চক্রটি দীর্ঘদিন ধরে কৌশলে বিভিন্ন স্থানে ছিনতাই করে আসছিলো। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভুক্তভোগী নারীর খোয়া যাওয়া চেইন উদ্ধারের চেষ্টা চলছে।
এবিএন/সোহেল রানা খান/জসিম/এমসি