শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

গোদাগাড়ীতে ইয়াবাসহ আটক ১

গোদাগাড়ীতে ইয়াবাসহ আটক ১

গোদাগাড়ী, ০২ জানুয়ারি, এবিনিউজ : রাজশাহীর গোদাগাড়ীতে অপস্ এন্ড ইন্টিলিজেন্স সেল-৪ এপিবিএন বগুড়া জোনের এসআই আতাউর রহমানের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ২০০ পিচ ইয়াবাসহ এক জনকে আটক করেছে। আজ মঙ্গলবার সকাল ৯টার সময় উপজেলার কাশিমপুর এলাকায় রাজশাহী চাঁপাই নবাবগঞ্জ মহা সড়কে বাই সাইকেল ফেলে দৌড়ে পালানোর সময় ইয়াবাসহ আব্দুস সালাম (৪২) কে আটক করা হয়।

আটককৃত ফরুক চাঁপাই নবাবগঞ্জ জেলার নারায়নপুর হাট গ্রামের মৃত আব্দুল হকের ছেলে।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিপজুর আলম মুন্সি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি বাই সাইকেল থামালে সাইকেল ফেলে দৌড়ে পালানোর সময় আটক করে দেহ তল্লাশী চালিয়ে নীল রং এর পলিথিনে মুড়ানো ২০০ পিচ ইয়াবা উদ্ধার করে তাকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এবিএন/শামসুজ্জোহা বাবু/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত