
জয়পুরহাট, ০২ জানুয়ারি, এবিনিউজ : স্বাস্থ্য সহকারীদের টেকনিক্যাল পদমর্যাদা, বেতন স্কেলসহ ৪ দফা দাবিতে জয়পুরহাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রের কর্মবিরতি ও অবস্থান কর্মসুচী পালন করছেন স্বাস্থ্য সহকারীরা।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন এর ব্যানারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রের সামনে কর্মবিরতি ও অবস্থান কর্মসুচী চলাকালে বক্তব্য রাখেন- জেলা হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সভাপতি আল মুস্তাহিদ জুয়েল, সংগঠনের মহিলা বিষয়ক সম্পাদক ববি আক্তার, যুগ্ম সাধারন সম্পাদক সোহেল রানা প্রমুখ।
এসময় বক্তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচী চালিয়ে যাওয়ার ঘোষনা দেন।
এবিএন/এরশাদুল বারী তুষার/জসিম/নির্ঝর