![তারাগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/02/rally_abnews_118277.jpg)
তারাগঞ্জ (রংপুর), ০২ জানুয়ারি, এবিনিউজ : “নারী পুরুষ নির্বিশেষ, সমাজসেবায় গড়বো দেশ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রংপুরের তারাগঞ্জে উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে একটি র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী অফিসার জিলুফা সুলতানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আনিছুর রহমান লিটন।
আরও উপস্থিত ছিলেন- যুব অফিসার আব্দুর রশিদ, নির্বাচন অফিসার মমিনুর ইসলাম, এলজিইডি অফিসার আহম্মেদ হায়দার জামান, মহিলা বিষয়ক অফিসার শাহনাজ ফারহানা আফরোজ, ফিল্ড সুপার ভাইজার আব্দুল্লা আল মামুন প্রমুখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারী অংশ নেয়।
এবিএন/বিপ্লব হোসেন অপু/জসিম/এমসি