![জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয় সমাজ সেবা দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/02/joypurhat-shomaj-seba_118278.jpg)
জয়পুরহাট, ০২ জানুয়ারি, এবিনিউজ : “নারী পুরুষ নির্বিশেষ সমাজে সেবার গড়বো দেশ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে জয়পুরহাটে পালিত হলো জাতীয় সমাজ সেবা দিবস।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার জেলা পরিষদ মিলোনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুলাহেল বাকী, জেলা পরিষদের প্রধান নির্বাহী তোফাজ্জল হোসেন, সিভিল সার্জন ডাঃ হাবিবুল আহসান তালুকদার রেজা, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক সেলিম সাহ, জেলা এনজিও ফোরামের সমন্বয়ক অপূর্ব কুমার সরকার প্রমুখ।
এর আগে সকালে রামদেও বাজলা সরকারী উচ্চ বিদ্যালয় চত্বর থেকে এক বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
এবিএন/এরশাদুল বারী তুষার/জসিম/নির্ঝর