![কালিয়াকৈরে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/02/abnews-24_118286.jpg)
গাজীপুর, ০২ জানুয়ারি, এবিনিউজ : গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা মঙ্গলবার সকালে হাসপাতালের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ্ব এ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক এমপি।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রাসেল, সহকারী কমিশনার (ভূমি) ইসমতারা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ খায়রুজ্জামান, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্রবীর কুমার সরকার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর মাসুদ রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন, শ্রীফলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ডা. সাহাব উদ্দিন আহসান, পৌরসভার কমিশনার মোঃ ফরহাদ হোসেন প্রমূখ।
সভায় হাসপাতালে আগত রোগীদের চিকিৎসা সেবার মান উন্নয়ন কল্পে বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়। পরে উপজেলার লতিফপুর এলাকার একটি ব্রিজ নির্মান কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
এবিএন/আলমগীর হোসেন/জসিম/তোহা