
মাদারীপুর, ০২ জানুয়ারি, এবিনিউজ : মাদারীপুর জেলার টুবিয়া বাজার দক্ষিন পাশের এলাকায় গতকাল সোমবার বিকালে পূর্বশত্রুতার জেরে আদিপত্ত বিস্তারকে কেন্দ্র করে শশুর বাড়িতে বেড়াতে আসা হাজিরহাওলা এলাকার লিটন চৌকিদার উপর তাদের প্রতিপক্ষ সিরাজ হাওলাদার, সিদ্দিক সরদার, নুরামিন হাওলাদারের নেত্রিত্বে ১৫/২০ সন্ত্রাসীরা অর্তকিত হামলা চালিয়ে কুপিয়ে পিটিয়ে গুরুতর আহত।
স্থানীয়দের সহযোগিতায় মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি অবস্থা আশঙ্খাজনক হওয়ায় ফরিদপুর মেডিলে রেফার।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, গতকাল সোমবার লিটন চৌকিদার তার শশুর জেন্নাত খার টুবিয়াবাড়ীতে বেড়াতে যায়, কতিপয় সন্ত্রাসী লোকজন খবর পেয়ে দেশিও অস্ত্রে সজ্জিত হয়ে হাজিরহাওলা এলাকার সিরাজ হাওলাদার, সিদ্দিক সরদার, নুরামিন হাওলাদারের নেতৃত্বে ১৫/২০ সন্ত্রাসীরা অর্তকিত হামলা চালিয়ে কুপিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।
স্থানীয় লোকজন এসে আহত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর হাসপাতালে ভর্তি করা হয়। রোগির অবস্থা আশঙ্খাজনক হওয়ায় কর্তব্যরত ডাঃ তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। এ ঘটনার পর থেকেই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং সাধারন জনগণ আতঙ্কের মাঝে আছে। তবে এখনো কাউকে এঘটনায় গ্রেপ্তার করতে পারিনি পুলিশ। এই ঘটনার পর থেকেই এলাকায় পুলিশ মোতায়ন রয়েছে।
এ ব্যাপারে আহত লিটন চৌকিদারের মা খাতুন নেছা অভিযোগ করে বলেন, হাজির হাওলা গ্রামের স্থানীয় সন্ত্রাসী সিরাজ হাওলাদার, সিদ্দিক সরদার, নুরামিন হাওলাদার, নাহিদ নপ্তির তাদের সন্ত্রাসী দলবল নিয়ে লিটনের শশুর বাড়ীতে আমার চোখের সামনে আমার ছেলেকে পিটিয়ে কুপিয়ে গুরুতর জখম করে, আমার ছেলে বউ ও আমি ফিরাতে গেলে আমাদেরকেও মারধর করা হয় ও ছেলের বউয়ের গলায় থাকা স্বর্ণের চেইন এবং ঘরে থাকা পঞ্চাশ হাজার টাকা নিয়ে যায়। আমি ঐ সকল সন্ত্রাসীদের বিচার চাই।
উল্যেখ্য, গত ১০/১২/১৭ ইং তারিখে দুগুরুপের উভয় পক্ষের হামলায় দোকানসহ প্রায় ১৫টি বসত ঘর কুপিয়ে ভাংচুর ও লুটপাট ঘটনায়। নগদ লাখ টাকা, স্বর্ণ, ঘরবাড়ী আসবাব পত্রসহ প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পরে আপস মিমাংশার মাধ্যমে এক পক্ষকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছিলো।
এ ব্যাপারে স্বাক্ষাতে না পাওয়া গেলে মুঠো ফোনে সিদ্দিক সরদার ও নুরামিন হওলাদারের কাছে জানতে চাইলে তিনি জানান, আমাদেরকে হয়রানি করার জন্য একটি মহল আমার নাম জরাতে চাইছে। তবে আমাদের বিরুদ্ধের অভিযোগ ভিত্তিহীন।
মাদারীপুর সদরমডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান জানান, মারধরের ঘটনা শোনার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। সার্বিক পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। তবে অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এবিএন/সাব্বির হোসাইন আজিজ/জসিম/এমসি