শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

তারাগঞ্জে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বই উৎসব

তারাগঞ্জে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বই উৎসব

তারাগঞ্জ, ০২ জানুয়ারি, এবিনিউজ : রংপুরের তারাগঞ্জে উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে।

গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণী উৎসবে মধ্যে দিয়ে শিক্ষার্থীদের হাতে অতিথিবৃন্দরা নতুন বই তুলে দেন।

তারাগঞ্জ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জিলুফা সুলতানা সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিছুর রহমান লিটন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার লাভলী, কৃষি অফিসার রেজাউল করিম, শিক্ষা অফিসার রমিতা ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহানাজ বেগম, মৎস অফিসার দিপা রানী বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অফিসার উর্মি তাবাচ্ছুম।

আরও উপস্থিত ছিলেন- সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার শাহিনুর ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ডাঃ মোঃ নজরুল ইসলাম,তারাগঞ্জ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ফেরদৌসী আক্তার।

তারাগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণিভিত্তিক ছাত্রছাত্রীদের মাঝে ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্য এবং প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষকদের উপস্থিতিতে অতিথিবৃন্দ উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে বই বিতরণ করেন।

এবিএন/বিপ্লব হোসেন অপু/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত