![আগৈলঝাড়ায় সরকারী প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/02/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_118329.jpg)
আগৈলঝাড়া (বরিশাল), ০২ জানুয়ারি, এবিনিউজ : বরিশালের আগৈলঝাড়ায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ৭৬ লাখ ২৪ হাজার টাকা ব্যয়ে নির্মিত নতুন চৌদ্দমেধা হাজী হোসেন তালুকদার সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক চিফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।
আজ মঙ্গলবার সকালে উপজেলা রাজিহার ইউনিয়নের চৌদ্দমেধা নবনির্মিত স্কুল মাঠে উপজেলা নিবাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল’র সভাপতিত্বে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।
সভায় বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা আ. রইচ সেরনিয়াবাত, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবু তাহের মিয়া, রাজিহার ইউপি চেয়ারম্যান মো. ইলিয়াস তালুকদার, উপজেলা যুবলীগ নেতা মো. রফিকুল ইসলাম তালুকদার, রাজিহার ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বিজয় কৃষ্ণ রায় ও চৌদ্দমেধা হাজী হোসেন তালুকদার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সুশেন চন্দ্র জয়ধর প্রমুখ।
এবিএন/অপূর্ব লাল সরকার/জসিম/তোহা