![নওয়াপাড়ায় পাটকল শ্রমিকদের ধর্মঘট ও বিক্ষোভ মিছিল](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/02/jessore_abnews24_118394.jpg)
অভয়নগর (যশোর), ০২ জানুয়ারি, এবিনিউজ : নওয়াপাড়া পাটকল শ্রমিকরা মজুরি কমিশন ঘোষণাসহ ১১ দফা দাবি বাস্তবায়নের দাবীতে মিল কলকারখানার উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভ সমাবেশ করেছে।
আজ মঙ্গলবার সকালে নওয়াপাড়ার রাজঘাটে অবস্থিত যশোর জুট ইন্ডাষ্ট্রিজের হাজার হাজার শ্রমিক তাদের কাজ বন্ধ রেখে মিলের সামনে বিক্ষোভ কর্মসুচি পালন করেছে। আগামী এক সপ্তাহের মধ্যে ১১ দফা দাবি না মানলে সারাদেশে পাটকল শ্রমিকরা এক যোগে কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষনা দেন।
শ্রমিকদের ১১ দফা দাবির মধ্যে রয়েছে মজুরি কমিশন ঘোষণা, ২০/ মহার্ঘ ভাতা প্রদান, বকেয়া সাপ্তাহিক মজুরি প্রদান, অবসরকৃত শ্রমিকদের গ্রাইচুটি (পিএফ ফান্ডের টাকা) প্রদান।
জেজেআই জুট মিলের সিবিএ সাধারণ সম্পাদক হারুন অর রশিদ জানান, সরকার মিলের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য পে-কমিশন দিলেও মিলের শ্রমিকদের জন্য ঘোষিত মজুরি কমিশন গত তিন বছরেও বাস্তবায়িত হয়নি। গত ৩ মাস ধরে জেজেআই মিলের শ্রমিকরা তাদের মজুরি না পেয়ে মানবেতর জীবন যাপন করছে। তাদের বকেয়া মজুরির পরিমাণ প্রায় ৮ কোটি টাকা।
মিলের শ্রমিকরা জানান, গত বৃহস্পতিবার থেকে তাদের দাবি আদায়ের জন্য পাটকল শ্রমিকরা মিলের উৎপাদন বন্ধ রেখে আন্দোলন করে আসছে। কিন্তু আজ মঙ্গলবার সকল মিলের সব উৎপাদন বন্ধ করে তারা বিক্ষোভ মিছিল করছে।
জেজেআই মিলের প্রকল্প প্রধান জানান, গতকাল মিলে সব উৎপাদন বন্ধ ছিলো। তবে কোন ধরণের অঘটন ঘটেনি।
এবিএন/সেলিম হোসেন/জসিম/এমসি