
গাজীপুর, ০৩ জানুয়ারি, এবিনিউজ :গাজীপুরের সালনার মোল্লাপাড়া রেলক্রসিং এলাকায় খুলনাগামী চিত্রা এক্সপ্রেসের সঙ্গে একটি কাভার্ডভ্যানের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন হলেন-ময়মনসিংহের ফুলপুরের মো. সেলিম (২৭), তিনি স্থানীয় টিএম ফ্যাশন কারখানায় লোডার পদে চাকরি করতেন। নিহত অপরজনের আনুমানিক বয়স ২৫ বছর, তার পরিচয় জানা যায়নি।
আহতদের মধ্যে কভার্ডভ্যান চালক সাইফুল ইসলাম (২৫) এবং কারখানার প্যাকিংম্যান আরমানের (২৬) নাম জানা গেছে। আরমান গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সাইফুল ও অজ্ঞাত পরিচয় (২৭) একজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
জয়দেবপুর রেলওয়ে জংশনের পুলিশ ক্যাম্পের এসআই মো. রকিবুল হক জানান, মঙ্গলবার রাতে স্থানীয় মোল্লাপাড়া এলাকার টিএম ফ্যাশন পোশাক কারখানার শিপমেন্টের পোশাক ভরে কভার্ডভ্যানটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পথে বেরিয়ারবিহীন মোল্লাপাড়া রেলক্রসিং পার হওয়ার সময় রাত সাড়ে ৯টার দিকে সেটিকে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ধাক্কা দেয়। এতে কভার্ডভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভ্যানের ২ জন নিহত ও আরও ৩ জন আহত হন।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. শাহজাহান মিয়া জানান, দুর্ঘটনার পর জয়দেবপুর জংশনে দ্রুতযান, মৌচাক স্টেশনে পদ্মা এক্সপ্রেস ট্রেনসহ আশপাশের স্টেশনগুলোতে কয়েকটি ট্রেন যাত্রাবিরতি করে। উদ্ধারকারী ট্রেন এসে চিত্র এক্সপ্রেসের ইঞ্জিন জয়দেবপুর রেল জংশনে নেওয়ার পর ওই ফের ট্রেন চলাচল শুরু হয়।
এবিএন/সাদিক/জসিম/এসএ
এবিএন/সাদিক/জসিম/এসএ