![রাজাপুরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীর আত্মসমর্পণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/03/jhalokathi_118434.jpg)
ঝালকাঠি, ০৩ জানুয়ারি, এবিনিউজ : ঝালকাঠির রাজাপুরের চল্লিশ কাহনিয়ায় বসতঘরে অগ্নিসংযোগের মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী জালাল হাওলাদার ঝালকাঠি মূখ্য বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করেছে।
রাজাপুর উপজেলার চর পালট গ্রামের আশ্রাব আলী হাওলাদারের ছেলে। জালাল মঙ্গলবার সকালে আত্মসমর্পণ করলে হাকিম মো: আবু শামীম আজাদ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২০১৭ সালের ১২ সেম্পেম্বর একই আদালত ঘর পুড়িয়ে দেয়ার দায়ে তাকে এক বছরের সশ্রম কারাদন্ড দিয়েছিলো। ২০১৪ সালের ২৪ মার্চ রাতে পূর্ব শত্রুতায় রাজাপুর উপজেলার চল্লিশকাহনিয়া গ্রামের হালিম বিশ্বাসের বসত ঘরে অগ্নিসংযোগ করে সে।
এবিএন/মো. আ. রহিম রেজা/জসিম/নির্ঝর