শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • সাভারে পুলিশকে পিটিয়ে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা: অাটক ১

সাভারে পুলিশকে পিটিয়ে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা: অাটক ১

সাভারে পুলিশকে পিটিয়ে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা: অাটক ১

‌সাভার, ০৩ জানুয়ারি, এবিনিউজ : ঢাকার সাভারে দুই কনস্টেবলকে পিটুনি ও এক উপ পরিদর্শকের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে কয়েকজন মাছ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

সাভার বাজার বাসস্ট্যান্ডে সোমবার ঘটনাটি ঘটলেও মঙ্গলবার সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেন এসআই নাজমুল হোসেন।

সাভার মডেল থানার ওসি মহসিনুল কাদির জানায়, মামলায় দুই জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় পাঁচজনকে আসামি করা হয়েছে।

এ ঘটনায় মাছ ব্যবসায়ী দিলখুশাবাগ এলাকার শহীদ হোসেনের ছেলে বিপুল হোসেনকে (৩৪) পুলিশ গ্রেপ্তার করেছে।

মামলার অভিযোগে বলা হয়, সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে বাজার বাসস্ট্যান্ডে জরুরি আইনশৃঙ্খলা রক্ষা ও ফুটপাত অবৈধভাবে দখলমুক্তকরণ ডিউটি করাকালে দিলখুশাবাগ কাঁচাবাজারে ফুটপাতে বি এম রুদ্র ওরফে শামীম মাছের ড্রাম ও অন্যান্য মালামাল রেখে জনসাধারণের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।

তাদের ড্রামসহ ওই মালামাল সরিয়ে নিতে বললে মাছ ব্যবসায়ী বিপুল হোসেনসহ ৪/৫ জন এসে শামীমের পক্ষ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে কনস্টেবল সাইমুল ও আল ইমরানকে মারধর করে তাদের পোশাক ছিঁড়ে ফেলে। তারা এস আই নাজমুল হোসেনের কোমরে থাকা সরকারি পিস্তল ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করে।

পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে পুলিশ সদস্যদের উদ্ধার করে এবং ধাওয়া করে মাছ ব্যবসায়ী বিপুল হোসেনকে গ্রেপ্তার করে। এ সময় অন্যরা পালিয়ে যায়।

মাছ ব্যবসায়ীদের হামলায় আহত কনস্টেবল সাইমুল ও আল ইমরানকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে ওসি মহসিনুল কাদির জানায়। হামলাকারীদের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এবিএন/মো: সো‌হেল রানা খান/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত