![ভোলার তজুমদ্দিনে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/03/lash_abnews_118448.jpg)
ভোলা, ০৩ জানুয়ারি, এবিনিউজ : ভোলার তজুমদ্দিনেরর গুরিন্দা বাজারের দক্ষিণ পাশে উত্তর চাচড়া সংলগ্ন মেঘনা নদীর কিনার থেকে অনুমান ৩৫-৪০ বছর বয়সী পুরুষ অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ১০ টার দিকে সাস্থানীয়রা নদীর পাশে লাশ দেখে থানায় খবর দেয়।
পরে ওসি তদন্ত আনোয়ারুল ইসলাম, এসআই খন্দকার আনোয়ার হোসেন লাশ উদ্ধার করে মর্গে পাঠান। লাশের হাত পা বাধা ছিল।
এবিএন/মাইকেল/জসিম/এমসি