![বাউফলে চীফ হুইপ পুত্রকে পিস্তল ঠেকিয়ে প্রাণ নাশের হুমকি](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/03/potuakhali_abnews24_118481.jpg)
বাউফল (পটুয়াখালী), ০৩ জানুয়ারি, এবিনিউজ : পটুয়াখালীর বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েল এর সমর্থিত উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান হাসান এর নেতৃত্বে পটুয়াখালী জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের চীফ হুইপ আ,স,ম ফিরোজ এমপির ছেলে রায়হান সাকিবের মাথায় পিস্তল ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাউফল ইউনিয়নের নজির মিয়ার বাড়ী সংলগ্ন,বিলবিলাস মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটেছে। ওই মাঠে বাউফল ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়হান সাকিব।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সভা শেষ হওয়ার আগ মুহুর্তে ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান হাসান ও সাধারন সম্পাদক মাহামুদ রাহাত জামশেদের নেতৃত্বে ১০/১২ জন ছাত্রলীগ নেতাকর্মী মঞ্চে উঠে রায়হান সাকিবের মাথায় পিস্তল ঠেকিয়ে কমিটি গঠন করার কৈফিয়ত চায়। এ সময় রায়হান সাকিবকে উদ্দেশ্য করে হাসান বলেন, ছাত্রলীগের কমিটি গঠন করার তুমি কে? এ সময় ঘটনা স্থলে থাকা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ৪ রাইন্ড ফাকা গুলি করলে সভা স্থলে উপস্থিত নেতাকর্মীরা দৌড়ঝাপ শুরু করেন।
এ সময় সভামঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকা বাউফল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার বলেন, হাসান ও জামশেদের নেতৃত্বে ৫/৬ জন সন্ত্রাসী সভায় হামলা চালায়। এ সময় ইভান ও মাহামুদ হাসান জাহিদ নামের ২ ছাত্রলীগ কর্মী আহত হয়। এ হামলায় পুলিশের সহায়তা ছিল বলে অভিযোগ করেন আ’লীগ সাধারন সম্পাদক আঃ মোতালেব হাওলাদার।
এ ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদ রাহাত জামসেদ বলেন, অগণতান্ত্রিক পন্থায় ছাত্রলীগের কমিটি গঠন করার বিষয়টি জানতে আমরা রায়হান সাকিবের কাছে গিয়ে কারন জানতে চেয়েছি যে আপুনি ছাত্রলীগের কমিটি করার কে। সেখানে কাউকে পিস্তল প্রদর্শনের ঘটনা ঘটেনি। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাউফল থানার এসআই আনিস আহত হয়েছেন। বাউফল থানার ওসি মনিরুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।
এবিএন/দেলোয়ার হোসেন/জসিম/তোহা