
ক্ষেতলাল (জয়পুরহাট), ০৩ জানুয়ারি, এবিনিউজ : জয়পুরহাটের ক্ষেতলাল বিজনেজ ম্যানেজম্যান এ্যান্ড টেকনিক্যাল কলেজে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরেরা প্রায় লক্ষাধিক টাকার মালামালসহ কলেজের মূল্যবান প্রয়োজনীয় কাগজপত্র চুরি করে নিয়ে যায়।
কলেজের অধ্যক্ষ আলী হাসান মুক্তা জানান, তিনটি কক্ষের পিছনের জানালা কেটে ঘরের মধ্যে প্রবেশ করে কম্পিউটার সিপিইউ ১টি, ভোল্টেজ ষ্ট্যাবলাইজার ১টি, প্রজেক্টর ১টি, ডিজিটাল ঘড়ি ১টি এবং নগদ ২৫ হাজার টাকাসহ কলেজের মূল্যবান কাগজপত্র চুরি করে নিয়ে যায়।
তিনি সন্দেহ পোষণ করে বলেন, অভ্যন্তরীণ কারো সম্পৃক্ততা ছাড়া ইলেকট্রিক মালামালের সাথে কলেজের মূল্যবান কাগজপত্র চুরি যাওয়া সম্ভব নয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।
ক্ষেতলাল থানা অফিসার ইনর্চাজ আবুল কালাম আজাদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মামলা হলে তদন্ত সাপেক্ষে মালামাল উদ্ধারসহ অপরাধীদের আইনের এনে প্রয়োজনীয় ব্যবস্থ্যা গ্রহন করা হবে।
এবিএন/মিজানুর রহমান/জসিম/এমসি