![ডোমারে জেএসসিতে জিপিএ-৫ পেয়েছে ২১৬জন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/03/nilpamari_abnews24 copy_118490.jpg)
নীলফামারী, ০৩ জানুয়ারি, এবিনিউজ : নীলফামারীর ডোমারে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় ২১৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ সহ ৩ হাজার ৮০৪ জন শিক্ষার্থী পাশ করেছে । এর মধ্যে জেডিসি পরীক্ষায় ৭জন জিপিএ-৫ সহ পাশ করেছে ৪৮৭ জন। চলতি জেএসসি পরীক্ষায় ৪ হাজার ৪৬৫ জন শিক্ষার্থী সকল বিষয়ে পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৩ হাজার ৮০৪ জন। জেএসসি পরীক্ষায় সোনারায় উচ্চ বিদ্যালয় থেকে ২৮ জন জিপিএ-৫ সহ ১৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৭২ জন।
জেএসসি পরীক্ষায় ২০৯ জন জিপিএ-৫ পেলেও ফেল করেছে ৬১৮ জন। যা গতবারের তুলনায় বেশি।পাশের হার ৮৪.২৯%। অন্যদিকে জেডিসি পরীক্ষায় ৫৩০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৭জন জিপিএ-৫সহ পাশ করেছে ৪৮৭ জন। ৪৩ জন পরীক্ষার্থী অকৃতকার্য হলেও পাশের হার ৯১.৮৮।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাকেরিনা বেগম জানান,জেএসসির তুলনায় জেডিসির পাশের হার বেশি।উপজেলার ৫টি কেন্দ্র থেকে পাশ করেছে ৩হাজার ৮০৪ জন। জিপিএ-৫ পেয়েছে ২১৬জন।
এবিএন/আব্দুল্লাহ আল মামুন/জসিম/তোহা