মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩১
logo

লালপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ

লালপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ

লালপুর (নাটোর), ০৩ জানুয়ারি, এবিনিউজ : চরাঞ্চলের সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও পড়াশোনার উপকরনাদি নিয়ে পাশে দাড়িয়েছে মৃত্তিকা কমিউনিটি ডেভলপমেন্ট অর্গানাইজেশন (এমসিডিও)।

আজ বুধবার নাটোরের লালপুর উপজেলার দক্ষিন লালপুর চরে অবস্থিত আলোর দরজা শিশু বিদ্যানিকেতন প্রাঙ্গনে ২৭ জন শিক্ষার্থীকে স্কুল ড্রেস ও ৬ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরনাদি বিতরণ করা হয়।

অর্গানাইজেশনের সভাপতি আবু শাহীনের সভাপতিত্বে ও সংস্থার নির্বাহী সম্পাদক মনজুর রহমান মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লালপুর উপজেলা শিক্ষা অফিসার ইয়াকুব আলী।

আরও উপস্থিত ছিলেন- প্রাকীর্তি ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক জালাল উদ্দীন বাবু, মানব কল্যাণ বিষয়ক পরিচালক তৌফিক সরোয়ার চপল, আলোর দরজা শিশু বিদ্যানিকেতন সভাপতি জাহাঙ্গীর আলম, ছায়া প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিমানুর রহমান।

অন্যান্যের মধ্যে ছিলেন- লালপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থা লালপুর উপজেলা শাখার সভাপতি সালাহ্ উদ্দিন, এমসিডিও কোষাধ্যক্ষ বাবুল হোসেন, মৃত্তিকার পরিচালক শামীম আহমেদ, জাহিদুল ইসলাম, হাসিবুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আলমগীর হোসেন, সাপ্তাহিক লালপুর বার্তা প্রতিনিধি জামিল হোসেন প্রমুখ।

এবিএন/মোয়াজ্জেম হোসেন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত