শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

বাগমারায় দলিল লেখকদের কর্মবিরতি

বাগমারায় দলিল লেখকদের কর্মবিরতি

বাগমারা (রাজশাহী), ০৩ জানুয়ারি, এবিনিউজ : রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ সাবরেজিস্ট্রার রাফায়েল ফাতেমীর অপসারণের দাবিতে বাগমারার দলিল লেখকদের কর্মবিরতি অব্যাহত রয়েছে। কর্মবিরতিতে জমি রেজিস্ট্রি করতে আসা লোকজনেরা বিপাকে পড়েছেন। এতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে জমি রেজিস্ট্রি করতে আশা লোকজন।

এদিকে জেলা দলিল লেখক সমিতি বাগমারার দলিল লেখকদের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। দলিল লেখকেরা তাদের দাবি বাস্তবায়নে আন্দোলন অব্যাহত রেখেছে। এই ঘটনার প্রতিবাদে কর্মবিরতি অব্যাহত রয়েছে। সাব রেজিস্ট্রারের অনিয়ম, দুর্ব্যবহার ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে গত ২৮ ডিসেম্বর থেকে দলিল লেখকেরা কর্মবিরতি শুরু করে।

এদিকে আজ বুধবার দলিল লেখকদের কর্মদিবসে গিয়ে দেখা যায়, তারা জমি রেজিস্ট্রির কর্মকান্ড না করে কর্মবিরতি পালন অব্যাহত রেখেছে। দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম বলেন, সাবরেজিস্ট্রার রাফায়েল ফাতেমী ভবানীগঞ্জে যোগদানের পর থেকেই স্বেচ্ছাচারিতা শুরু করেন। তিনি দলিল লেখকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ছাড়াও তাঁদের সর্ম্পকে আপত্তিকর মন্তব্য করেন। তিনি গত ২৭ নভেম্বর বাগমারায় যোগদান করেন।

সাবরেজিস্ট্রারের অনিয়ম, দুর্ব্যবহার তুলে ধরে সমিতির সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম সংবাদ সম্মেলনও করেন। তিনি বলেন, সাবরেজিস্ট্রার ভবানীগঞ্জে যোগদানের পর থেকেই সরকারি নীতিমালা তোয়াক্কা না করে দলিল রেজিস্ট্রির ক্ষেত্রে দাতা-গ্রহীতা ও দলিললেখকদের হয়রাণি করে আসছেন। অবৈধ সুবিধা আদায়ের জন্য তিনি বিভিন্ন নিয়ম চালু করেছেন। এতে জমি নিবন্ধনে সমস্যা ও জটিলাতর সৃষ্টি হয়েছে।

দলিল লেখকেরা সাবরেজিস্টারের অপসরাণ ও শাস্তি না হওয়া পর্যন্ত কর্মবিরতির শুরু করায় লোকজন বিপাকে পড়েছে। লোকজন জমি কেনা-বেচা করতে পারছে না। তারা জমি রেজিস্ট্রি করতে এসে ফিরে যাচ্ছে। জমি রেজিস্ট্রি করা ও করতে আসা সাধারণ লোকজন অভিযোগ করেন, তাদেরও নতুন সাবরেজিস্ট্রার রাফায়েল ফাতেমি হয়রানি করেছেন। তিনি আর্থিক সুবিধা নেওয়ার জন্য বিভিন্ন কাগজপত্র চেয়ে হয়রানি করেছেন। অফিসের কয়েকজন কর্মচারীও এই অভিযোগ স্বীকার করেছেন।

এদিকে কর্মবিরতির অংশ হিসাবে গতকাল সকালে দলিল লেখকেরা সমিতির কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করেছেন। সমিতির সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম মডির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অহিদুল হকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী, কোষাধ্যক্ষ নাজমুল হক, সদস্য জাহাঙ্গীর আলম, সানাউল হক প্রমুখ।

বক্তারা অবিলম্বে সাবরেজিস্ট্রারকে অপসারণ করে সাধারণ লোকজনের হয়রানি ও দুর্ভোগ থেকে মুক্তির দাবি জানিয়েছেন।

তবে ভবানীগঞ্জের সাবরেজিস্ট্রর রাফায়েল ফাতেমী তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, যে ঘটনা ঘটেছে তা সামান্য। সরকারি নীতিমালা মানতে গিয়ে দলিললেখকেরা তাঁর প্রতি ক্ষুব্ধ হয়েছেন।

এবিএন/জিল্লুর রহমান/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত