
হবিগঞ্জ, ০৩ জানুয়ারি, এবিনিউজ : হবিগঞ্জের আড়াইশ’ শয্যা আধুনিক হাসপাতাল ও লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য যুক্ত হয়েছে অত্যাধুনিক দু’টি অ্যাম্বুলেন্স। হবিগঞ্জÑ৩ (হবিগঞ্জ-লাখাই) আসনের সংসদ সদস্য ও জেলা অওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির আজ বুধবার দুপুরে নতুন দুইটি অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন।
এডভোকেট মোঃ আবু জাহির এমপি’র ডিও লেটারের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আড়াইশ’ শয্যার আধুনিক হাসপাতালের জন্য এবং লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স দু’টি প্রদান করা হয়েছে। চাবি গ্রহণ করেন সিভিল সার্জন ডাঃ সুচিন্ত চৌধুরী ও হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ রতীন্দ্র চন্দ্র দেব।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- ডেপুটি সিভিল সার্জন সত্যজিৎ কুমার সাহা, হবিগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ আবু সুফিয়ান, ডা. মুজিবুর রহমান পলাশসহ হাসপাতালের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
মো: আবু জাহির এমপি বলেন, দেশরত্ন শেখ হাসিনা’র কাছ থেকে হবিগঞ্জবাসীর জন্য আমি উপহার হিসাবে একটি মেডিকেল কলেজ নিয়ে এসেছি। এটি হবিগঞ্জবাসীর জন্য বড় অর্জন। এজন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দোয়া করতে সকলের প্রতি আহবান জানান।
তিনি হবিগঞ্জে আড়াইশ’ শয্যার হাসপাতালসহ জেলায় বর্তমান সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কথা উল্লেখ করেন এবং স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীকে আরও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহবান জানান।
এবিএন/নুরুজ্জামান ভুইয়া/জসিম/এমসি