বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

বন্দরে ইজিবাইক চুরি মামলায় চালক গ্রেফতার

বন্দরে ইজিবাইক চুরি মামলায় চালক গ্রেফতার

বন্দর, ০৩ জানুয়ারি, এবিনিউজ : অটো ইজিবাইক চুরি মামলায় চালক আজিম (২৮)কে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে বন্দর উপজেলার আদমপুরস্থ জিওধরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। যার মামলা নং- ৫৪(১২)১৭ ধারা- ৪০৭/৩৪ দঃবিঃ।

ধৃত অটো চালক আজিম একই এলাকার হানিফ মিয়ার ছেলে।

জানা গেছে, পুরান বন্দর এলাকার হালিম মিয়ার ছেলে আরিফ মিয়া র্দীঘ দিন ধরে অটো ইজি বাইকের ব্যবসা করে আসচ্ছে। এ সুবাদে আদমপুরস্থ জিওধরা এলাকার হানিফ মিয়ার ছেলে অটো চালক আজিম মিয়া আরিফের নিকট থেকে দীর্ঘদিন ধরে অটো ভাড়া নিয়ে চালিয়ে আসছে।

প্রতিদিনের ন্যায় গত ১০ ডিসেম্বর সকালে অটো চালক আজিম গ্যারেজ থেকে অটোবাইক নিয়ে যায়। পরে ওই দিন সন্ধ্যা ৭টায় অটোইজিবাইক মালিককে জানায় কুশিয়ারা এলাকা থেকে অজ্ঞাত ২/৩ জন ছিনতাইকারি অস্ত্রের ভয় দেখিয়ে ইজিবাইকটি ছিনিয়ে নেয়।

এ ব্যাপারে অটো মালিক বন্দর থানায় মামলা দায়ের করলে পুলিশ এই মামলায় গতকাল মঙ্গলবার রাতে অটো চালক আজিমকে গ্রেফতার করে। চোরাইকৃত অটো ইজিবাইটি উদ্ধারের জন্য ধৃত আজিমকে ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আজ বুধবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

এবিএন/নাসিরউদ্দিন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত