![ঘাট ব্যবসায়ীদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/03/sova_abnews_118546.jpg)
বন্দর, ০৩ জানুয়ারি, এবিনিউজ : আজ বুধবার সকালে শহরের ৫ নং ঘাট সংলগ্ন পার্কে রেলওয়ে কতৃক শহরের ৫নং সার ঘাট (পোর্ট এরিয়া) এলাকায় অবস্থিত সারসহ সকল ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদের সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ ফার্টিলাইজার এসোশিয়েশন নারায়ণগঞ্জ শাখার উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বিএফএ নারায়ণগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মোঃ সেলিম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভার সভাপতিত্ব করেন বি এফ এ নারায়ণগঞ্জ শাখার সভাপতি আলহ্াজ্ব শহীদুল্লাহ।
বক্তব্য রাখেন- বিএফএ নারায়ণগঞ্জ শাখার সহ সভাপতি মোঃ জায়েদুল হক, সার ব্যাবসায়ী মোবারক হোসেন বাচ্চু, মোজাম্মেল হক, আমদানী কারকদের পক্ষে নওয়াপাড়া ট্রেডার্সের জিএম সৈয়দ আলী, বাল্কহেড মালিক সমিতিরি সভাপতি মাহাবুবুল আলম শিশির, নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন নারায়ণগঞ্জ শাখার সাধারণ সম্পাদক সবুজ, ৫নং ঘাট ট্রাক বন্দোবস্তকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি ফজল মোল্লা প্রমূখ।
উপস্থিত ছিলেন- জয়েন্ট ট্রেডিং এর জিএম জনি, মনির এন্টারপ্রাইজের জিএম আকবর হোসেন, মানামা গ্রুপের নারায়ণগঞ্জ পয়েন্টের জিএম আরজু ইসলাম, মহিউদ্দিন সিদ্দিকী, আব্দুল মজিদ, পলাশ, আমান গ্রুপের ইয়াসিন আলী, ফ্র্রেইন্ডস ট্রেডার্সের রুবেল, মেসার্স মোঃ রবিউল ইসলামের মো: হারুন, পাপ্পু ট্রেডার্সের মালিক আমজাদ হোসেন পাপ্পু, করুনা এন্টারপ্রাইজের শরিফ হাসান চিস্তি, জায়েদুল হকের তোফাজ্জল হোসেন, মোশারফ এন্ড ব্রাদার্সের শংকর বাবু, এসএম এন্টারপ্রাইজের সহিদ হোসেন, কদম রসুল এন্টারপ্রাইজের মুন্না, নিতু এন্টারপ্রাইজের আব্দুল মতিন,মৈত্রি ট্রেডিং এর অতি শংকর রায়, বাধন ট্রেডার্সের লিটন সাহা প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, প্রায় ৬০ বছর যাবত সারাদেশে সার সরবরাহ কাজে নারায়ণগঞ্জের ৫নং ঘাট পোর্ট এরিয়ার ব্যবসায়ীরা সুনামের সহিত ব্যবসা পরিচালনা করে আসছে। বর্তমানে এখানে সারের ব্যাসায় প্রায় ৫ হাজার লোক,অন্নান্য ব্যবসায় ২ হাজার লোকের কর্মসংস্থান রয়েছে এখানে। দীর্ঘ দিনের ঐতিহ্যবাহী এই ব্যবসার মার্কেট উচ্ছেদ হলে প্রায় ৭ হাজার লোকের রুজি রোজগার বন্ধ হয়ে যাবে। ব্যবসা বন্ধ করে উন্নয়ন প্রকল্প করা যায়না। আমরা কোনভাবেই ব্যবসা প্রতিষ্ঠান গুটিয়ে নিতে পারবো না প্রয়োজনে রক্ত দিবো।
যেকোনো মূল্যে এই সারের বাজার রক্ষা করতে হবে। সভায় আগামী সোমবার জেলা প্রশাসকের কাছে ৫নং ঘাটের সকল ব্যবসায়ীরা স্বারকলিপি দেয়ার কর্মসূচি ঘোষণা করা হয়।
এবিএন/নাসিরউদ্দিন/জসিম/এমসি