![শার্শায় আবাসন প্রকল্পের ২০টি ঘর ভস্মিভুত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/03/fire_abnews_118553.jpg)
শার্শা, ০৩ জানুয়ারি, এবিনিউজ : শার্শার খাজুরা গ্রামের আবাসন প্রকল্পের ২০টি ঘর ভস্মিভুত হয়েছে। এ ঘটনায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এলাকাবাসি জানান, বিকেল ২টার দিকে আবাসন প্রকল্পের ১টি ঘরে অগ্নিকান্ডের সৃষ্টি হয়। এলাকাবাসি সহ ফায়ার সার্ভিস আসার পূর্বে আগুন ২০টি ঘরে ছড়িয়ে পড়ে। ১ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনার পর পরই উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মন্জু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল ঘটনাস্থলে ছুটে যান।
এ ঘটনায় সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন অসহায় পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন। একই সাথে অসহায় পরিবারের সদস্যদের মাঝে তাৎক্ষনিকভাবে উপজেলা চেয়ারম্যানের হাত দিয়ে নগদ ৭শ' টাকা, খাবার সামগ্রী, শাড়ী, লুঙ্গী, কম্বল পৌছে দেন।
এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন- উলাশী ইউপি চেয়ারম্যান আলহাজ আয়নাল হক, ছাত্রলীগ সভাপতি আব্দুর রহিম সরদার প্রমুখ।
এবিএন/ইয়ানূর রহমান/জসিম/এমসি