বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

উচ্চারকের ১৬ বছরে পদার্পণ

উচ্চারকের ১৬ বছরে পদার্পণ

চট্টগ্রাম, ০৪ জানুয়ারি, এবিনিউজ : মানবতার মুক্তি সংগ্রামে, স্বৈরাচারের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে যুগে যুগে আবৃত্তি শিল্পীরা কবিতার নির্বাক রূপকে সবাক করে মানুষের কাছে পৌঁছে দিয়ে মানুষের বিবেককে করেছে জাগ্রত এবং মানুষকে করেছে প্রতিবাদী। বর্তমানে এই শিল্প পেশাদারী শিল্পের সম্মান অর্জন করেছে।

‘বুকে বাজে দ্রোহের বীণা, মুখে সত্য উচ্চারণ, আমরা মুক্ত উচ্চারক’। ১৬ বছরে পদার্পণ করেছে উচ্চারক আবৃত্তি কুঞ্জ। ১৫ বছরের পথ পরিক্রমাশেষে নতুন বছরের যাত্রাকে বর্ণিল আয়োজনে বরণ করে নিয়েছেন আবৃত্তি কুঞ্জের সদস্যরা। জন্মদিনের রঙে রঙিন হয়ে উঠে পুরো আয়োজন।

এ উপলক্ষে গতকাল বুধবার চট্টগ্রামের শিল্পকলা একাডেমির জয়নুল গ্যালারিতে শুভানুধ্যায়ী সম্মাননা, শুভেচ্ছা, আড্ডা, গানের আসর বসে এখানে। কেক কাটার মধ্য দিয়ে আয়োজনের শুরু।

এসময় উপস্থিত ছিলেন- বিশিষ্ট বাচিক শিল্পী রণজিৎ রক্ষিত, শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া বেলা, সাংবাদিক নাজিম উদ্দিন শ্যামল, সাংবাদিক দেব দুলাল ভৌমিক, নাট্যজন সাইফুল আলম বাবুসহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনরা। কেক কাটার পর উচ্চারক আবৃত্তি কুঞ্জের সভাপতি ফারুক তাহেরের সঞ্চালনায় শুরু হয় শুভেচ্ছা পর্ব।

উচ্চারককে শুভেচ্ছা প্রদান করেন- স্বদেশ আবৃত্তি সংগঠনের সভাপতি সেলিম ভুঁইয়া, তারুণ্যের উচ্ছ্বাসের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, বোধন আবৃত্তি সংগঠনের প্রণব দাশসহ নগরীর বিভিন্ন আবৃত্তি সংগঠনের সদস্যরা।

জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বক্তারা বলেন, একটি আবৃত্তি সংগঠনের বয়স হয়তো ভিন্ন, কিন্তু তাদের উদ্দেশ্যে এক। প্রতিটি আবৃত্তি সংগঠনের সঙ্গে যুক্ত মানুষরা চান এই শিল্পকে মানুষের কাছে নিয়ে যেতে। কবিতার ভাবকে গ্রহণ করে উপস্থাপন করাটা ভীষণ দুঃসাধ্য কাজ। বাচিক শিল্পীরা এই দুঃসাধ্য কাজকে ভালোবেসে গ্রহণ করেন। মনেপ্রাণে ধারণ করেন এই শিল্পকে। এভাবেই আবৃত্তি শিল্পকে ভালোবেসে উচ্চারক এগিয়ে যাক আরও শতবছর।

এছাড়া শুভানুধ্যায়ী সম্মাননা প্রদান করা হয় চট্টগ্রামের সাংবাদিক, শিল্পী, নাট্যজনসহ ৩০ জন ব্যাক্তিকে। সম্মাননা প্রাপ্তজনরা হলেন মিজানুর রহমান, স্বপন মজুমদার, মিঠুন চৌধুরী, দেব দুলাল ভৌমিক, খন রঞ্জন রায়, সজল চৌধুরী, শিশির আহমেদ, সেলিম উল্লাহ, কামাল পারভেজ, ওমর ফারুক, সাইফুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, সংগঠনটি ২০০৩ সাল থেকে এই পর্যন্ত ১৬টি প্রযোজনা সম্পন্ন করেছে সাফল্যের সাথে। এরমধ্যে উল্লেখযোগ্য হলো- ‘গ্রাস, চিরকালের প্রমিথিউস, রক্ত সন্ত্রাস এবং দীর্ঘশ্বাস, উড়ুক ঝড়পাতা, কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি প্রমুখ।

এবিএন/মাইকেল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত