![কয়রায় কাটকাটা রত্নাঘেরির বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/04/badh_abnews_118665.jpg)
কয়রা (খুলনা), ০৪ জানুয়ারি, এবিনিউজ : পানি উন্নয়ন বোর্ডের ১৩-১৪/২ পোল্ডারের উত্তর বেদকাশির কাটকাটা রত্নাঘেরির পাউবোর বেড়িবাঁধে ১শ ফুটের বেশী জায়গা হঠাৎ শাকবাড়িয়া নদীগর্ভে বিলীন হয়ে গেছে। গতকাল বুধবার রাতে বাঁধের সিংহভাগ ভয়াবহ ভাঙনের কবলে পড়ে বিলীন হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ সরদার নুরুল ইসলাম, মেম্বর গনেশ চন্দ্র মন্ডল, পাউবোর সেকশন কর্মকর্তা ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ পরিদর্শন করেন।
এ সময় ইউপি চেয়ারম্যান জানান, রত্নাঘেরি বেড়িবাঁধ শাকবাড়িয়া নদীর ভাঙনের ঝুঁকিতে রয়েছে। গত বছর বাঁধের ভেতরের স্লোভে পাউবো মাটির কাজ করেছিল কিন্তু আশানুরূপ মাটি ফেলানো হয়নি। যে কারণে দুর্বল বেড়িবাঁধটি আবারো ভেঙে এলাকায় লোনা পানি ঢোকার উপক্রম হয়ে দাঁড়িয়েছে।
আগামী শনিবার থেকে ক্ষতিগ্রস্ত বাঁধের ভেতর দিয়ে মাটির কাজ করা হবে বলে ইউপি চেয়ারম্যান জানান।
এবিএন/শাহীন/জসিম/এমসি