কাউখালী (পিরোজপুর) , ০৪ জানুয়ারি, এবিনিউজ : পিরোজপুরের কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে আলোচনা সভা, কেক কাটা ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র প্রতিকৃতি জাতীয় ও দলীয় পতাকা এবং বিভিন্ন আকর্ষণীয় ফেস্টুন নিয়ে র্যালীটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে মুজিব চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মৃদুল আহম্মেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক তৌকির আহম্মেদ সীমান্ত এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ মোঃ কাইয়ুম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, সংগঠনিক সম্পাদক সুনীল কুন্ডু, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহমুদ খান খোকন, আওয়ামীলীগের সাবেক সভাপতি এ্যাড আব্দুস শহীদ, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টন সহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ । আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/নির্ঝর