শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

চকরিয়ায় ছাত্রলীগের প্রতিষ্টা বার্ষিকী পালিত

চকরিয়ায় ছাত্রলীগের প্রতিষ্টা বার্ষিকী পালিত

চকরিয়া, ০৪ জানুয়ারি, এবিনিউজ : কক্সবাজারের চকরিয়ায় কেক কেটে, আনন্দ র‌্যালী ও আলোচনার সভা আয়োজনের মধ্য দিয়ে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্টা বার্ষিকী পালন করেছে পৌরসভা ছাত্রলীগ। গতকাল বৃহস্পতিবার সকালে ছাত্রলীগের প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষ্যে চকরিয়া শহিদ আবদুল হামিদ পৌর বাস টার্মিনাল থেকে এক আনন্দ র‌্যালী বের করা হয়। র‌্যালীটি পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাস টার্মিনালে ফিরে আলোচনা সভায় মিলিত হয়।

চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সভাপতি মিজান তুষার ও সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজের নেতৃত্বে র‌্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন- চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম, জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক খালেদ মাহামুদ মিথুন, জেলা আওয়ামীলীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, চকরিয়া পৌরসভার মেয়র মো.আলমগীর চৌধুরী, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য জাহেদুল ইসলাম লিটু, পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, চকরিয়া পৌরসভা যুবলীগের সভাপতি হাসনগীর হোসাইনসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, সেচ্ছাসেবকলীগের নেতা-কর্মীরা।

এবিএন/মুকুল কান্তি দাশ/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত