![শরীয়তপুরে ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/04/shariatpur-chatrolig_118677.jpg)
শরীয়তপুর, ০৪ জানুয়ারি, এবিনিউজ : শরীয়তপুরে ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রাশেদ উজ্জামানের নেতৃত্বে শরীয়তপুর সরকারী কলেজ থেকে আনন্দ র্যালী বের করা হয়। পরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে গিয়ে আলোচনাসভা করে।
এতে অংশগ্রহণ করেন, খন্দকার গোলাম কাইয়ুম সোহেল, জাহাঙ্গীর চৌকিদার, রাকিব বেপারী, লিটন সরদার, হিরু মাদবর, সাদ্দাম খান, আজগর সরদার, সোহাগ বেপারী, রুবেল বেপারী, রাশেদ সিকদার, সোহান হাওলাদার, রনি, রাসেল জমাদ্দার, আলী আকবর, বোরহান, বেলাল, রাকিব হাসান, সাজ্জাদ হোসেন স্মরণ, রাজিব আকন, কাউসার, বাপ্পা, লিমন বেপারী, আসিক মাঝি, সিয়াম , আসিফ, কিরণ প্রমূখ।
এবিএন/জসিম/নির্ঝর