![বাউফলে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/04/rally_abnews_118685.jpg)
বাউফল (পটুয়াখালী), ০৪ জানুয়ারি, এবিনিউজ : পটুয়াখালীর বাউফলে পৃথকভাবে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাউফল পৌর মেয়র জিয়াউল হক জুয়েল এর সমর্থিত ছাত্রলীগ সাইদুর রহমান হাসান ও মাহমুদ জামসদের নেতৃত্বে কুন্টপুট্রি দলীয় কার্যালয় থেকে র্যালী বের করে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।
অপরদিকে সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের চীফ হুইপ আ স ম ফিরোজ এমপি সমর্থিত ছাত্রলীগ মাহমুদুল হাসান রুবেল ও সামসুল কবির নিশাদের নেতৃত্বে দলীয় কার্যালয় জনতা ভবন থেকে মিছিল বের করে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ডাক বাংলো সংলগ্ন ইলিশ চত্বরে এসে শেষ করে আলোচনা সভা করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন- সেচ্ছাসেব লীগের সাধারণ সম্পাদক হারুন অর-রশিদ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিয়াজ মোশেদ, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক রায়হান সাকিব।
আলোচনা সভায় বক্তারা বলেন- গত ২ জানুয়ারী ছাত্রলীগের কর্মী সভায় পুলিশের উপস্থিতে প্রকাশে হাসান-জামসেদের নেতৃত্বে অস্ত্র নিয়ে হামলা করেছে তার তীব্র নিন্দা জানিয়ে ২৪ ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য।
এবিএন/দেলোয়ার হোসেন/জসিম/এমসি