
ঢাকা, ০৪ জানুয়ারি, এবিনিউজ : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বকে অনেকে আগুনে নিক্ষেপ করার সঙ্গে তুলনা করেছেন উল্লেখ করে নতুনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বলেছেন, আগুন নয়, এটা আমার জন্য পানি।’
আজ বৃহস্পতিবার সকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
২০১৪ সালের ৫ জানুয়ারি থেকে বিমান ও পর্যটনমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। মেননকে সরিয়ে বুধবার লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামালকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে। মেনন পেয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব।
শাহাজাহান কামাল বলেন, ‘অনেকে বলেছেন আপনাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে।’ এ সময় হাসতে হাসতে তিনি বলেন, ‘না, না, এটা আগুন নয় এটা আমার জন্য পানি। যে পানি খেয়ে আমি জীবন বাঁচাই, সেটা আমার জন্য পানি। আমি এটাও বলি আমি পারব ইনশাআল্লাহ। আমি আশাবাদী, আমি নিরাশাবাদী নই।